Templates by BIGtheme NET
সদ্যপ্রাপ্ত সংবাদ

সারাকে নিয়ে করণেই আপত্তি সাইফের

বিনোদন ডেস্ক: পরিচালক করণ জোহরের হাত ধরে ধর্ম প্রোডাকশনের একটি ছবিতে ইন্ডাস্ট্রিতে আসছেন সারা আলী খান। আর তা নিয়েই শঙ্কায় আছেন সাইফ আলী খান।

মেয়ের বয়স সবে ২১ বছর। তাই আরো বেশি শঙ্কায় সাইফ। কিন্তু সাইফ কোনোভাবেই চান না তার মেয়ে দ্বিতীয় আলিয়া ভাট তৈরি হোক।

নাম প্রকাশে অনিচ্ছুক খান পরিবারের এক ঘনিষ্ঠ সদস্য জানিয়েছেন, আলিয়ারও ডেবি‌উ হয়েছিল করণ জোহরের হাত ধরেই। এখন তিনি নামজাদা অভিনেত্রী। কিন্তু এই মুহূর্তে সেই পথে সারাও হাঁটুক চান না সাইফ।

যদিও ক্যারিয়ারের ক্ষেত্রে বাবা হিসেবে সারাকে কোনও জোর করবেন না তিনি। কিন্তু বছরে একটি করে ছবি করার পাশাপাশি পড়াশোনাও শেষ করেন সারা। বাবা হিসেবে এমনটাই চান ছোট নবাব।