Templates by BIGtheme NET
সদ্যপ্রাপ্ত সংবাদ

ব্যাঙ্গালুরুর কারাগারে শশীকলা

তামিলনাড়ু: ভারতের তামিলনাড়ু রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ারাম জয়ললিতার ঘনিষ্ঠ সহযোগী আলোচিত ভিকে শশীকলাকে ব্যাঙ্গালুরুর একটি কারাগারে রাখা হয়েছে।

বুধবার সন্ধ্যায় তাকে কারাগারে নেওয়া হয়। দুর্নীতির মামলায় তার চার বছরের সাজা হয়েছে। ২০১৪ সালে দুর্নীতির মামলায় জয়ললিতার সঙ্গে একই কারাগারে ছিলেন তিনি।

এর আগে বুধবার সকালে ৬১ বছর বয়সী শশীকলা বাদামি রংয়ের শাড়ি পরে ঘনিষ্ঠ বান্ধবী ‘আম্মা’ খ্যাত জয়ললিতার সমাধিতে শ্রদ্ধা জানান।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, শশীকলা সেখানে এমন একটি কক্ষ চেয়েছেন যেখানে থাকবে একটি টেবিল ও একটি ফ্যান, প্রত্যেক সপ্তাহে আমিষ জাতীয় খাবারের সুবিধা, মেডিটেশনের ব্যবস্থা এবং প্রয়োজনে চিকিৎসা সহায়তা।

এর আগে মঙ্গলবার আদালত তাকে চার বছরের কারাদণ্ড দেয়। তখন আদালতে উপস্থিত ছিলেন না তিনি।

রায় ঘোষণার পর বিধায়কদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমাকে তারা কারাদণ্ড দিতে পারবে, কিন্তু আপনাদের জন্য আমার যে ভালোবাসা তাকে বন্দি করতে পারবে না। আমি যেখানেই থাকি, দলের সঙ্গেই থাকব।’