Templates by BIGtheme NET
সদ্যপ্রাপ্ত সংবাদ

পিকনিক করতে স্কুল-কলেজকে অনুমতি নিতে হবে

নিউজ ডেস্ক: এখন থেকে কোনো স্কুল বা কলেজ কর্তৃপক্ষ অন্য জেলায় পিকনিক করতে যেতে পারবে না। নিজ জেলাতেই করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

যশোরের চৌগাছায় স্কুলের পিকনিকের বাস দুর্ঘটনায় আহত শিক্ষক-শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে এসব কথা বলেন মন্ত্রী। আজ সোমবার দুপুর ১টার দিকে ঢামেক হাসপাতালে ঢোকেন তিনি।

যেতে হলে আগে থেকেই জেলা প্রশাসক অথবা শিক্ষা অফিসারকে জানাতে হবে। এটি যদি কেউ না মানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন মন্ত্রী।

এরপর বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, সড়ক দুর্ঘটায় আহত শিক্ষক-শিক্ষার্থীদের দেখতে আসছিলাম। দুই শিক্ষার্থী অভি ও রিপা আইসিইউতে ও এক শিক্ষক সত্য কুমার নায়েক (৬০) এবং বাসচালক ইব্রাহীম (৩৫) নিউরোসার্জারিতে ভর্তি রয়েছে। আগের চেয়ে এখন তাদের অবস্থা ভালো।

তিনি আরও বলেন, আপনারা জানেন সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই কয়েকজন মারা গেছে। আহত হয়েছেন অনেকে। এটা খুবই মর্মান্তিক ঘটনা। গত ২৫ জানুয়ারি রাতে যশোর চৌগাছা থেকে দিনাজপুর স্বপ্নপুরী যাওয়ার পথে বাসটি দুর্ঘটনার শিকার হয়।