Templates by BIGtheme NET
সদ্যপ্রাপ্ত সংবাদ

গান গাইলেন রওশন এরশাদ (অডিও)

নিউজ ডেস্ক: দলীয় সংগীত গেয়ে নেতা-কর্মীদের উজ্জীবিত করলেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ। গত শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশে গান গেয়ে শোনান তিনি।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের বক্তব্য শেষ হওয়ার পর অনুষ্ঠানের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা কিছু বলবেন। তখন রওশান এরশাদ গেয়ে ওঠেন ‘নতুন করে শপথ নিলাম, নতুন বাংলাদেশ গড়ব মোরা। নতুন বাংলাদেশ গড়ব, তোমরা রাজি আছ তো?’ তখন উপস্থিত জনতা হাত নেড়ে তাঁকে সমর্থন জানান।

এর আগে এক ইফতার মাহফিলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গজল গেয়ে শোনান বিরোধী দলীয় নেতা।