Templates by BIGtheme NET
সদ্যপ্রাপ্ত সংবাদ

কাব্য বিলাস নাট্য গোষ্ঠী থেকে আট জন বহিষ্কার

বিনোদন ডেস্ক:
দেশের অন্যতম শিশু-কিশোর নাট্য সংগঠন কাব্য বিলাস নাট্য গোষ্ঠী থেকে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির দায়ে সংগঠনের আট জন সদস্যকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- নীপা মোনালিসা, ইসমত আরা প্রমিয়া, আয়শা আওবিন স্মৃতি, মো. সুমন, রবিউল ইসলাম, আজগর আলী, মো. আমিনূর হোসেন এবং উৎপল চন্দ্র দাস।

উল্লেখ্য গত ০৫ ডিসেম্বর ২০১৭ সালে কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর মহড়া কক্ষে তারা সবাই জন্মদিন পালনের নামে বিদেশি মদ গ্রহণ করে।

এমতাবস্থায় ০৫ ফেব্রুয়ারী ২০১৮ তে সংগঠনের গঠনতন্ত্র অনুসারে অভিযুক্ত সবাইকে দলের সকল কার্যক্রম থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।

সংগঠনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে সম্মেলিত সাংস্কৃতিক জোট, থিয়েটার এসোসিয়েশনে লিখিত অভিযোগ জানানো হয়েছে।